উত্তরাখণ্ডের থানায় ঢুকে চিতাবাঘের সঙ্গে লড়াই করল পুলিশের কুকুর, ভিডিও ভাইরাল
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫, ১৯:১৮
ভারতের উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার বেতালঘাট থানায় ঘটেছে চাঞ্চল্যকর একটি ঘটনা। থানায় রুটিন দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্যরা, হঠাৎ একটি চিতাবাঘ থানার ভিতরে ঢুকে পড়ে। চিতাবাঘটি থানা প্রবেশ করলে থানার দরজার সামনে পাহারা দিচ্ছিল পুলিশের পোষা কুকুর।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কুকুরটি চিতাবাঘকে দেখে চিৎকার শুরু করলেও চিতাবাঘ তার উপর আক্রমণ চালিয়ে কুকুরটির ঘাড় কামড়ে টেনে নিয়ে যায়। কুকুরটি চিতাবাঘের সঙ্গে লড়াই করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তার ওপর চিতাবাঘের চোয়ালেই চাপ পড়ে।
ঘটনাটি থানার ভিতরের সিসি ক্যামেরায় ধরা পড়েছে, এবং সেই ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। ভিডিওটি পোস্ট করেছেন সাংবাদিক সচিন গুপ্ত, যা দেখে নেটিজেনরা উদ্বেগ প্রকাশ করেছেন। পুলিশের কুকুরটি শেষমেষ নিজেকে মুক্ত করতে সক্ষম হয় এবং বর্তমানে চিকিৎসাধীন, তবে কতটা আহত হয়েছে তা স্পষ্টভাবে জানানো হয়নি।
স্থানীয়রা বলছেন, এ ঘটনায় চিতাবাঘের বিপজ্জনক প্রকৃতির দিকটি আরও স্পষ্ট হলো। একজন নেটিজেন মন্তব্য করেছেন, “এই জন্যই বলে চিতাবাঘ খুব বিপজ্জনক প্রাণী। এখন কুকুরটি কেমন আছে কে জানে।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।