এবার মিয়ানমারে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫, ১২:৫৮

ছবি: সংগৃহীত

মিয়ানমার উপকূলে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ সময় রবিবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটে এই ভূকম্পন ঘটে। মিয়ানমারের পাশাপাশি প্রতিবেশী দেশ থাইল্যান্ডেও কম্পন অনুভূত হয়।

 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস (USGS) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের দাউই (Dawei) শহর থেকে ২৬৭ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে আন্দামান সাগরে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

 

তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

 

এর আগে গত শুক্রবার বাংলাদেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ১০ জনের মৃত্যু হয়। পরদিন শনিবার আরও তিন দফা মৃদু ভূকম্পন অনুভূত হয়, যা বিশেষজ্ঞদের মতে মূল ভূমিকম্পের আফটারশক।

 

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, শনিবার বাংলাদেশ সময় সকাল ৬টা ৪১ মিনিট ও ৭টা ১৯ মিনিটে মিয়ানমারেও ৩ দশমিক ৫ ও ৩ দশমিক ৭ মাত্রার দু’টি ভূমিকম্প হয়। এরপর রাত ১১টা ১ মিনিটে আবারও ৩ দশমিক ৪ মাত্রার আরেকটি কম্পন অনুভূত হয়। তবে এসব কম্পনেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top