পেশোয়ারে এফসি সদর দপ্তরে আত্মঘাতী হামলা! নিহত ৩ সেনা ও ৩ সন্ত্রাসী
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১৭:৩৯
পাকিস্তানের উত্তরপশ্চিম শহর পেশোয়ারে আধাসামরিক বাহিনী—ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি বা এফসি-এর সদর দপ্তরে সোমবার এক মারাত্মক আত্মঘাতী হামলা ও বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এই হামলায় কমপক্ষে তিন জন এফসি কর্মী শহীদ হয়েছেন এবং তিনজন হামলাকারী নিহত হয়েছে।
পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার ড. মিয়ান সাঈদ আহমাদ নিশ্চিত করেছেন, তিনজন আত্মঘাতী বোমাকারী সদর দপ্তরে প্রবেশের চেষ্টা করেছিল। তাদের মধ্যে একজন মূল গেটে বিস্ফোরণ ঘটায় এবং বাকি দুইজন কমপাউন্ডের ভেতরে ঢুকে পড়ে।
এফসি কর্মীরা দ্রুত পাল্টা আক্রমণ চালিয়ে কমপাউন্ডের ভেতরে থাকা দুই হামলাকারীকে হত্যা করেন। শেষ পর্যন্ত তিনজন আত্মঘাতী বোমাকারীই নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে নিহত হয়। ড. সাঈদ জানান, নিরাপত্তা কর্মীদের সময়মতো সাহসিকতার কারণেই বড় ধরনের ধ্বংসযজ্ঞ এড়ানো সম্ভব হয়েছে।
মনে রাখা দরকার, এই অঞ্চলটি দীর্ঘদিন ধরেই সন্ত্রাসী কর্মকাণ্ডে আক্রান্ত। বিশেষ করে ২০২২ সালের নভেম্বর মাসে তেহরিক-ই-তালিবান পাকিস্তান যুদ্ধবিরতি ভেঙে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বাড়ানোর ঘোষণা দেওয়ার পর থেকে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী হামলার ঘটনা আরও বেড়েছে। বর্তমানে এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং অন্য কোনো হুমকি আছে কিনা, তা নিশ্চিত করতে চলছে ব্যাপক তল্লাশি অভিযান।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।