বিয়ে করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু বর সুবোধের, শোকের আবহ দুই পরিবারে
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ১০:১৭
ভারতের উত্তরপ্রদেশের বাঘপতে বিয়ের সুখবর যাত্রা মুহূর্তেই পরিণত হয়েছে শোকে। বিয়ে করতে যাওয়ার পথে বমি করার জন্য গাড়ি থেকে নামতেই দ্রুতগতির ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন বর সুবোধ কুমার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে রোববার রাতে। খবর এনডিটিভি।
নিহত সুবোধ কুমার স্থানীয় পিচকোরা গ্রামের বাসিন্দা ছিলেন। পরিবার ও স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, বিয়ের শোভাযাত্রাসহ গাড়িতে করে যাওয়ার সময় হঠাৎ তার শরীর খারাপ লাগায় রাস্তার ধারে নেমে বমি করছিলেন তিনি। ঠিক সেই মুহূর্তে উল্টো দিক থেকে একটি নিয়ন্ত্রণহীন ট্রাক এসে তাকে ধাক্কা দিয়ে কয়েক মিটার টেনে নিয়ে যায়। পরে ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
আঘাতপ্রাপ্ত সুবোধকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকেরা তাকে জেলা হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে ভর্তি করার সময়ই তার দেহে কোনো প্রাণের লক্ষণ পাওয়া যায়নি বলে জানান কর্তব্যরত চিকিৎসক ডা. রাজ সিং। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।
ঘটনার খবর পেয়ে বিনাউলি থানা-পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ জানিয়েছে, মহাসড়ক ও আশপাশ এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এ ঘটনার পর কনের পরিবার থেকে শুরু করে দুই পরিবারেরই আনন্দমুখর পরিবেশ মুহূর্তেই শোকে ছেয়ে গেছে। সুবোধ ছিলেন পরিবারের একমাত্র ছেলে। বিয়ের রাতে যে আনন্দে দুই পরিবার মেতে ওঠার কথা ছিল, সেই রাতই রূপ নিয়েছে গভীর শোকের রাতে।
সুখপাল সিং নামে পরিবারের একজন সদস্য জানান, “বমি করার জন্য গাড়ি থেকে নেমেছিল সুবোধ। ঠিক তখনই দ্রুতগতির ট্রাক এসে তাকে চাপা দেয়।”
মর্মান্তিক এই মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবার ও স্থানীয়দের দাবি, দ্রুত ট্রাকচালককে শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।