মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

রাশিয়া-ইউক্রেন সংঘাতে রাতভর হামলা, অন্তত ৯ নিহত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ১৬:০২

সংগৃহীত

ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা যুদ্ধবিরতি পরিকল্পনা নতুনভাবে সাজানোর চেষ্টা করছেন, এমন সময়ই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এতে অন্তত নয়জন নিহত হয়েছে।

মঙ্গলবার কিয়েভের কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় রাজধানীতে রাতভর আতঙ্ক ছড়িয়েছে, এতে অন্তত ছয়জন নিহত হয়। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো জানান, স্ভিয়াতশিনস্কি জেলায় চারজন নিহত এবং অন্তত তিনজন আহত হয়েছেন।

জরুরি সেবা আর্লিয়ার জানিয়েছে, পূর্বাঞ্চলীয় দিনিপ্রোভস্কি এলাকায় একটি অ্যাপার্টমেন্টে হামলায় দুইজন নিহত হয়েছে। তকাচেঙ্কো টেলিগ্রামে লিখেছেন, “রুশরা ইচ্ছাকৃতভাবে বেসামরিক অবকাঠামো ও ঘরবাড়ি লক্ষ্য করছে। এটি নিষ্ঠুর সন্ত্রাস।”

রুশ কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনের বড় ধরনের ড্রোন হামলায় দক্ষিণ রাশিয়ায় তিনজন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। ব্ল্যাক সি বন্দর নভোরোসিস্ক, রোস্তভ-অন-ডন এবং ক্রাসনোদার শহরে আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

যুদ্ধবিধ্বস্ত খারকিভের বাসিন্দা ওলেক্সান্দার ভোরোপায়েভ আল জাজিরাকে বলেন, “আমরা শান্তি আলোচনায় বিশ্বাস করি না। যখন তারা টেবিলে বসে কলম চালাচ্ছে, আমরা তখন ক্ষেপণাস্ত্র ও বোমায় আক্রান্ত হই।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top