সিরিয়ার উপকূলীয় অঞ্চলে সরকারপন্থি বিক্ষোভ সহিংস রূপ নিলো
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ১৫:৪৮
সিরিয়ার উপকূলীয় লাতাকিয়া অঞ্চলে মঙ্গলবার সরকারপন্থি বিক্ষোভ সহিংস হয়ে উঠেছে। আলাওয়াইট অধ্যুষিত বেশ কয়েকটি এলাকায় ঘরবাড়ি ও ব্যক্তিগত সম্পত্তিতে হামলার ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্র শাফাক নিউজকে জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনী হামলায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে।
এদিকে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, লাতাকিয়ার আল-জুমহুরিয়া সড়ক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময়ে তিশরিন বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসের কাছে আল-জিরা এলাকায়ও বিস্ফোরণ ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, বেন্ট আল-শাওয়িশ এলাকায় গ্রেনেড বিস্ফোরণ হয়েছে। পুরো লাতাকিয়া শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সহিংসতার পেছনে সাম্প্রতিক আলাওয়াইট বিক্ষোভকে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। দেশের বিভিন্ন এলাকায় আলাওয়াইটরা জীবনযাত্রার অবনতি এবং সম্প্রদায়ের বিরুদ্ধে অভিযোগিত নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ করেছে।
হামা প্রদেশের গ্রামীণ অঞ্চলেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে, এবং উপকূলীয় এলাকায় নতুন বিক্ষোভের কারণে সেনা সমর্থন নিয়ে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।