ইরান ইস্যুতে চীন ও রাশিয়াকে যুক্তরাষ্ট্রের হুমকি

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৩:৩২

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ইরানের কাছে অস্ত্র বিক্রি করলে চীন ও রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। মঙ্গলবার মার্কিন দৈনিক ‘ওয়াশিংটন এক্সামিনার’কে দেয়া সাক্ষাতকারে এ হুমকির কথা জানান তিনি।

ইরানের বিরুদ্ধে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা আবারও পুনর্বহালের দাবি তোলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গ না দেয়ায় পরাশক্তি দেশগুলোর সমালোচনা করনে মাইক পম্পেও। এ ব্যাপারে ওয়াশিংটনের পাশে না থাকায় ইউরোপীয় দেশগুলোর নিন্দা করনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে, ইরানের পরমাণু সমঝোতা চুক্তিকে সবচেয়ে খারাপ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া বক্তব্যে ট্রাম্প বলেন, খারাপ চুক্তি হওয়ায় তিনি এটি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়েছেন এবং ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং ইউরোপের প্রধান দেশগুলো জানিয়েছে, ইরানবিরোধী নিষেধাজ্ঞা পুনর্বহালের অধিকার ওয়াশিংটনের নেই। ইতোমধ্যে মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বিশ্বের প্রভাবশালী দেশগুলো।

এনএফ৭১/জুআসা/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top