বৃহঃস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২

‘ঈশ্বরের চেয়ে তো মোদী ভাল, উনি অন্তত মানুষের খেয়াল রাখেন’:জাভেদ আখতার

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:০৯

সংগৃহীত

সম্প্রতি দিল্লিতে আয়োজিত একটি আলোচনাসভায় বিশিষ্ট গীতিকার ও লেখক জাভেদ আখতার এবং ইসলাম বিষয়ে গবেষক মুফতি শামিল নাদভির মধ্যে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে দীর্ঘ বিতর্ক অনুষ্ঠিত হয়। আলোচনার একপর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে জাভেদ আখতারের মন্তব্য শ্রোতাদের মধ্যে বিস্ময়ের জন্ম দেয়।

আলোচনাসভায় ঈশ্বরের অস্তিত্ব প্রসঙ্গে জাভেদ আখতার প্রশ্ন তোলেন, ঈশ্বর যদি সত্যিই থেকে থাকেন এবং সর্বশক্তিমান হন, তবে কেন গাজায় এত নিরীহ মানুষ, বিশেষ করে শিশুরা ভয়াবহ কষ্টের শিকার হচ্ছে। তিনি বলেন, ঈশ্বরের উপস্থিতিতে কীভাবে প্যালেস্টাইনে প্রায় ৭০ হাজার মানুষের মৃত্যু সম্ভব—এই প্রশ্ন তার মনে জাগে।

এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদাহরণ টেনে জাভেদ আখতার বলেন,

“ঈশ্বর যদি সর্বশক্তিমান হয়ে থাকেন, তবে তাঁর তো গাজায় থাকা উচিত ছিল। শিশুদের ওপর যে নির্যাতন হচ্ছে, তা দেখার পরও কি ঈশ্বরে বিশ্বাস রাখতে বলা যায়? এর চেয়ে তো আমাদের প্রধানমন্ত্রী অনেক ভালো—তিনি অন্তত আমাদের খেয়াল তো রাখেন।”

তার এই মন্তব্য শুনে উপস্থিত দর্শকরা বিস্মিত হন। তবে অনেকেই মনে করছেন, জাভেদ আখতার ব্যঙ্গাত্মক ভঙ্গিতেই এই কথা বলেছেন। কারণ তিনি দীর্ঘদিন ধরেই বিজেপি ও প্রধানমন্ত্রী মোদীর সমালোচক হিসেবে পরিচিত। সে কারণে তার মুখে মোদীর প্রশংসা অনেকেই বিদ্রূপ হিসেবে দেখছেন। আবার কেউ কেউ মনে করছেন, মানবিক দৃষ্টিকোণ থেকেই তিনি এই মন্তব্য করেছেন।

আলোচনাসভায় মুফতি শামিল নাদভিও নিজের অবস্থান তুলে ধরেন। দুই পক্ষই যুক্তি ও পাল্টা যুক্তির মাধ্যমে মত প্রকাশ করেন। ফলে ঈশ্বরের অস্তিত্ব ও মানবিক দায়বদ্ধতা নিয়ে এই বিতর্ক প্রায় দুই ঘণ্টা ধরে চলে।

এই আলোচনাসভা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে এবং নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top