বৃহঃস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২

দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,আন্তর্জাতিক গণমাধ্যমে যেভাবে এলো

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১৪:২৪

সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর স্বদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১:৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট নং বিজি-২০২ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার পর তিনি রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা হন।

দেশি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো তারেক রহমানের দেশে ফেরাকে গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করেছে। কাতারভিত্তিক আল জাজিরার শিরোনাম ছিল, ‘দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরলেন বাংলাদেশের বিরোধীদলীয় নেতা তারেক রহমান’। রয়টার্স এবং পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ডন তার ফেরাকে সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে উল্লেখ করেছে। একইভাবে বিবিসি শিরোনামে উল্লেখ করেছে, ‘১৭ বছর পর দেশে ফিরলেন বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী’।

সংবর্ধনা অনুষ্ঠানে হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন। ভারতের এনডিটিভির শিরোনাম প্রকাশ করেছে, ‘১৭ বছর পর স্ত্রী-কন্যা ও বিড়ালকে নিয়ে দেশে ফিরলেন তারেক রহমান’। অন্যান্য ভারতীয় সংবাদমাধ্যমও বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়েছে।

সংবর্ধনা শেষে তারেক রহমান যাবেন এভারেকয়ার হাসপাতালে, যেখানে চিকিৎসাধীন তার মা খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন। এরপর তিনি বিমানবন্দর সড়ক হয়ে গুলশান-২ এ নিজের বাসভবনে ফিরবেন। এদিন তার কোনো অন্য সরকারি বা রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দেবেন না।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top