খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ১৭:০৬
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। মঙ্গলবার দুপুরে ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
হাইকমিশন সূত্র জানায়, বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের উদ্দেশ্যে ইসহাক দার আগামী বুধবার ঢাকায় পৌঁছাবেন। সফরকালে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাবেন এবং জানাজায় অংশ নেবেন।
এদিকে, খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তান সরকারের পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করা হয়েছে। তাঁর রাজনৈতিক জীবন ও দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভূমিকার কথা উল্লেখ করে পাকিস্তানের নেতারা শোকবার্তায় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।