বৃহঃস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে শেষ পর্যন্ত রাশিয়াই বিজয়ী হবে:পুতিন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১ জানুয়ারী ২০২৬, ১২:২৩

সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে নববর্ষের ভাষণে ভিন্ন বার্তা দিয়েছেন দুই দেশের প্রেসিডেন্ট। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে শেষ পর্যন্ত রাশিয়াই বিজয়ী হবে। অপরদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, শান্তি চুক্তি হলেও তা কোনো অবস্থায় দুর্বল বা আপসকামী হবে না।

বুধবার (৩১ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জাতির উদ্দেশে দেওয়া নববর্ষের ভাষণে পুতিন ইউক্রেনে যুদ্ধরত রুশ সেনাদের ‘আমাদের নায়ক’ হিসেবে উল্লেখ করেন এবং তাদের প্রতি পূর্ণ সমর্থনের কথা জানান। তিনি বলেন, রাশিয়া সেনাদের ওপর আস্থা রাখে এবং দেশের বিজয়ের ব্যাপারেও আত্মবিশ্বাসী।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর প্রায় চার বছর পরও যুদ্ধের চূড়ান্ত ফলাফল অনিশ্চিত। একদিকে তীব্র লড়াই চললেও অন্যদিকে শান্তি আলোচনার প্রচেষ্টাও অব্যাহত রয়েছে।

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার নববর্ষের ভাষণে বলেন, ইউক্রেন শান্তি চায়, তবে দেশের সার্বভৌমত্ব ও অস্তিত্বের প্রশ্নে কোনো আপস করবে না।

তিনি বলেন, “আমরা যুদ্ধের অবসান চাই, কিন্তু ইউক্রেনের অবসান নয়। আমরা ক্লান্ত, কিন্তু আত্মসমর্পণের জন্য প্রস্তুত নই।”

জেলেনস্কি আরও জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কয়েক সপ্তাহের আলোচনার পর একটি সম্ভাব্য শান্তিচুক্তির প্রায় ৯০ শতাংশ প্রস্তুত হয়েছে। তবে বাকি ১০ শতাংশ বিষয়ই ভবিষ্যৎ শান্তি, ইউক্রেন ও ইউরোপের ভাগ্য এবং সাধারণ মানুষের জীবনযাত্রার দিক নির্ধারণ করবে বলে তিনি মন্তব্য করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top