শনিবার, ৩ জানুয়ারি ২০২৬, ২০ পৌষ ১৪৩২

ট্রাম্পের হুঁশিয়ারি: ইরান বিক্ষোভকারীদের হত্যায় যুক্তরাষ্ট্র ‘হস্তক্ষেপে’ এগিয়ে আসবে

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৬, ১৩:১৩

ছবি: সংগৃহীত

ইরানের মূল্যস্ফীতি ও অর্থনৈতিক অবনতিতে শুরু হওয়া বিক্ষোভে নিহত অন্তত ৬; খামেনির উপদেষ্টা মার্কিন হস্তক্ষেপকে অস্থিতিশীলতার সতর্কতা হিসেবে দেখছেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বিক্ষোভকারীদের হত্যা হলে যুক্তরাষ্ট্র ‘হস্তক্ষেপে’ এগিয়ে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, “আমরা সিদ্ধান্তে দৃঢ়, ভরপুর ও যেতে প্রস্তুত।”

গত সপ্তাহে ফ্লোরিডায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের প্রেক্ষাপটে ট্রাম্পকে ইরানে হামলা চালানোর জন্য চাপ দেওয়া হয়েছিল। ট্রাম্প-নেতানিয়াহুর বৈঠক চলাকালে ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উপদেষ্টা আলি লারিজানি বলেছেন, যুক্তরাষ্ট্রের যে কোনো হস্তক্ষেপ মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করবে এবং মার্কিন স্বার্থের ক্ষতি করবে।

অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া বিক্ষোভে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লর্ডেগান, আজনা ও কৌহদাশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হন। তেহরানের ডলার-রিয়াল লেনদেনের অবনতির পর শিক্ষার্থী ও দোকানদারদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ছোট শহরগুলোতে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিক্ষোভকারীদের ‘বৈধ দাবি’ শুনবেন বলে জানান, তবে প্রসিকিউটর-জেনারেল সতর্ক করে বলেন, অস্থিতিশীলতা সৃষ্টিকারী যে কোনো প্রচেষ্টা ‘নির্ধারক প্রতিক্রিয়া’ পাবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top