রবিবার, ৪ জানুয়ারি ২০২৬, ২০ পৌষ ১৪৩২

ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলায় হামলা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৬, ১৫:০৮

সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার ভেতরে সামরিক স্থাপনাসহ একাধিক স্থানে হামলার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সিবিএস নিউজ। এ ঘটনায় ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং শহরের বিভিন্ন এলাকায় ধোঁয়ার উত্থান লক্ষ্য করা গেছে।

ভেনেজুয়েলা সরকার এই হামলাকে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন হিসেবে প্রত্যাখ্যান ও তীব্র নিন্দা জানিয়েছে। বিস্ফোরণের পর রাজধানীর আশপাশের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে।

এর আগে সোমবার ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার কথিত মাদকবাহী নৌযানের সঙ্গে যুক্ত একটি ডকিং এলাকা লক্ষ্য করে হামলা চালিয়ে তা ধ্বংস করেছে। তবে তিনি স্পষ্ট করেননি এটি সামরিক বাহিনী পরিচালিত নাকি সিআইএ অভিযান। হামলার সুনির্দিষ্ট স্থানও প্রকাশ করা হয়নি; শুধু উল্লেখ করা হয়েছে এটি উপকূলীয় এলাকায় ঘটেছে।

বিশ্লেষকদের ধারণা, এটি ভেনেজুয়েলার ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের প্রথম স্থলভিত্তিক হামলা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top