দক্ষিণ ইয়েমেনের সংকট নিরসনে উদ্যোগ নিল সৌদি
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৬, ১৬:৩০
দক্ষিণ ইয়েমেনে চলমান রাজনৈতিক ও সামরিক সংকট সমাধানের জন্য সংলাপ আয়োজনের উদ্যোগ নিয়েছে সৌদি আরব। রাজধানী রিয়াদে দক্ষিণ ইয়েমেনের রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এই অন্তর্ভুক্তিমূলক সংলাপ অনুষ্ঠিত হবে।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলের সব পক্ষকে এই সংলাপে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। ইয়েমেনি সরকারের অনুরোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংলাপের লক্ষ্য হচ্ছে দক্ষিণ ইয়েমেনের সমস্যার ন্যায্য ও টেকসই সমাধান খুঁজে বের করা।
দীর্ঘদিন ধরে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনের সরকারি নিয়ন্ত্রিত অঞ্চলের বিভিন্ন গোষ্ঠীকে সমর্থন দিয়ে আসছে। তবে সাম্প্রতিক সময়ে এসব গোষ্ঠীর মধ্যে বিরোধ বৃদ্ধি পেয়েছে। ইউএই-সমর্থিত দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) দক্ষিণ ইয়েমেনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ার ঘোষণা দিয়েছে এবং দুই বছরের অন্তর্বর্তী প্রক্রিয়ার মাধ্যমে আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে।
শুক্রবার সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় দক্ষিণ ইয়েমেনে অন্তত ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ২০১৫ সালের পর ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট গঠন হলেও হুথিরা উত্তরাঞ্চলে ক্ষমতায় টিকে আছে। পাশাপাশি দক্ষিণাঞ্চলে সৌদি ও আমিরাত সমর্থিত গোষ্ঠীর সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।