ট্রাম্পের দাবি,ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী আটক
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৬, ১৬:৩১
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দাবি করেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। তিনি জানান, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা ও মাদুরোর বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে এবং আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় তাদের দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
ট্রাম্প আরও জানিয়েছেন, আজ সকাল ১১টায় মার-এ-লাগোতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
এদিকে, ভেনেজুয়েলাজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে মার্কিন বাহিনী হামলা শুরু করলে কারাকাসের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।