নিউইয়র্কে মাদুরো কারাগারে, ভিডিওতে বললেন ‘শুভ রাত্রি’
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৬, ১৪:১২
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে রাখা হয়েছে নিউইয়র্কের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে। স্থানীয় সময় শনিবার রাত পর্যন্ত তিনি সেখানে ছিলেন। এর আগে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি থেকে মাদুরোকে নিউইয়র্কে নেওয়া হয়।
এক্সে (সাবেক টুইটার) হোয়াইট হাউসের পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, হাতকড়া পরিহিত মাদুরো স্যান্ডেল পায়ে হাঁটছেন। সঙ্গে রয়েছেন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ) সংস্থার সদস্যরা। ভিডিওতে ৬৩ বছর বয়সী মাদুরোকে ইংরেজিতে বলতে শোনা গেছে, “শুভ রাত্রি, শুভ নববর্ষ।”
নিউইয়র্ক টাইমসের সঙ্গে কথা বলা এক কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৭টার ঠিক আগে মাদুরোকে হেলিকপ্টারে করে ম্যানহাটনে নেওয়া হয়। সেখান থেকে গাড়িতে করে ডিইএ’র সদরদপ্তরে এবং পরে হেলিকপ্টারে করে ব্রুকলিনে পৌঁছে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়। ধারণা করা হচ্ছে, আপাতত সেখানেই তিনি আটক থাকবেন।
নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টে নতুন অভিযোগপত্রে মাদুরোর বিরুদ্ধে ‘নার্কো-সন্ত্রাসবাদ’ এবং কোকেন আমদানির ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। এর আগে ২০২০ সালে, ট্রাম্প প্রশাসনের সময়ও একই অভিযোগে মামলা করা হয়েছিল।
মাদুরোর গ্রেপ্তারের পর শনিবার সকালে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র এখন থেকে ভেনেজুয়েলার শাসন পরিচালনা করবে। তবে প্রক্রিয়া ও সময়সূচি বিস্তারিতভাবে জানাননি। তিনি ইঙ্গিত দিয়েছেন, সেখানে মার্কিন সৈন্য মোতায়েনের সম্ভাবনাও থাকতে পারে।
২০১৩ সাল থেকে মাদুরো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। গ্রেপ্তারের পর দেশটির রাজনৈতিক পরিস্থিতি অনিশ্চয়তার মধ্যে আছে।
ছবি: এএফপি
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।