ইরানের তেহরান ও পশ্চিমাঞ্চলে বিক্ষোভ, সহিংস সংঘর্ষে নিহত ১৪
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৬, ১৯:২৫
ইরানের রাজধানী তেহরান সহ কয়েকটি শহরে অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে। রোববার (০৪ জানুয়ারি) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ডিসেম্বর দোকানদারদের ধর্মঘট দিয়ে এই বিক্ষোভের সূত্রপাত হয়। এক সপ্তাহের মধ্যে এটি বিস্তৃত আকার ধারণ করেছে এবং বিক্ষোভকারীরা এখন শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক দাবিও তুলছেন।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি শনিবার বলেন, বিক্ষোভ এখনো দেশব্যাপী নয় এবং দ্রুত ছড়িয়ে পড়ছে না। তিনি সতর্ক করে জানান, সরকার যদি কার্যকর পদক্ষেপ না নেবে, পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে।
নিরাপত্তা বাহিনীর সদস্যসহ এখন পর্যন্ত মোট ১৪ জন নিহত হয়েছেন। তেহরানে বিক্ষোভ সাধারণত সীমিত, যেখানে প্রতি এলাকায় ৫০ থেকে ২০০ তরুণ অংশ নিয়েছেন। তবে দেশের অন্যান্য অংশ, বিশেষ করে পশ্চিমাঞ্চলে সহিংসতা ও সংঘর্ষ বেড়েছে। মালেকশাহী জেলায় সংঘর্ষে এক নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। এই এলাকায় কুর্দি জনগোষ্ঠী বেশি।
বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন “স্বৈরশাসকের মৃত্যু হোক”, এবং কিছু এলাকায় পাথর নিক্ষেপ ও আবর্জনার আগুনের ঘটনা ঘটে। ফার্স সংস্থার তথ্য অনুযায়ী, পশ্চিমাঞ্চলে এক পুলিশ স্টেশনে হামলার সময় দুই হামলাকারী নিহত হন।
খামেনি প্রথমবার সরাসরি বিক্ষোভ নিয়ে বলেন, প্রতিবাদকারীদের সঙ্গে কথা বলা উচিত, তবে দাঙ্গাকারীদের সঙ্গে আলোচনা লাভজনক নয়। তিনি স্পষ্ট করে দিয়েছেন, সরকার সহিংসতা কোনোভাবেই মেনে নেবে না, যদিও বিক্ষোভের পেছনে অর্থনৈতিক সমস্যার স্বীকৃতি দিয়েছেন।
আল জাজিরা জানায়, রাষ্ট্রীয় গণমাধ্যমে বিক্ষোভের খবর সীমিতভাবে প্রচার হচ্ছে, এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওগুলোর সত্যতা যাচাই করা কঠিন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।