বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

নাইজেরিয়ায় বাজারে বন্দুক হামলায় নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৬, ১১:৫৩

ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার নাইজার রাজ্যের কাসুয়ান দাজি বাজারে বন্দুকধারীদের হামলায় অন্তত ৩০ জন নিহত ও কয়েকজন অপহৃত হয়েছেন।

স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ‘ডাকাত’ হিসেবে পরিচিত সশস্ত্র গোষ্ঠীটি মোটরসাইকেলে এসে বাজারে ঢুকে গুলি চালানো শুরু করে। তারা বাজারের বিভিন্ন স্টলে আগুন ধরিয়ে দেয় এবং খাদ্যসামগ্রী লুট করে নিয়ে যায়।

হামলায় আহত দাউদা শাকুল্লে জানিয়েছেন, নারী ও শিশুদের ওপরও কোনো দয়া দেখানো হয়নি। অন্য প্রত্যক্ষদর্শী খালিদ পিসসা জানান, কাসুয়ান দাজি ছাড়াও চুকামা ও শাঙ্গা এলাকায় হামলা চালানো হয়েছে এবং নিহতের সংখ্যা ৪০-এর বেশি হতে পারে।

পুলিশ জানায়, ৩০ জনের বেশি প্রাণ হারানোর পাশাপাশি বেশ কয়েকজনকে অপহরণ করা হয়েছে। অপহৃতদের উদ্ধারে অভিযান চলছে।

ঘটনার পর নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু কর্তৃপক্ষকে দ্রুত অপরাধীদের ধরার এবং বিশেষ করে বনাঞ্চলের কাছের অরক্ষিত গ্রামগুলোতে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, মাত্র কয়েক সপ্তাহ আগে ওই অঞ্চলে ৩০০-এর বেশি স্কুলশিক্ষার্থী ও শিক্ষক অপহৃত হয়েছিল, যারা এক মাস পর মুক্তি পান। সাম্প্রতিক সময়ে উত্তর-পশ্চিম ও মধ্য নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলা ও অপহরণের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top