বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

উত্তর-পূর্ব ভারতের আসামে দুই ভূমিকম্প, আতঙ্কে মানুষ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৬, ১১:৫৮

ছবি: সংগৃহীত

উত্তর-পূর্ব ভারতের আসামে সোমবার ভোরে ১৪ সেকেন্ডের ব্যবধানে হালকা ও মাঝারি মাত্রার দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভারতের স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিট ৩৮ সেকেন্ডে প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.২, আর ১৪ সেকেন্ড পর, ভোর ৪টা ১৭ মিনিট ৫২ সেকেন্ডে দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৯।

প্রথম ভূমিকম্পের উপকেন্দ্র ছিল আসামের ধিং থেকে ১৩.৭ কিমি দক্ষিণ-পশ্চিমে এবং মরিগাঁও থেকে ১৪ কিমি উত্তর-উত্তরপূর্বে (26.368°N 92.394°E)। দ্বিতীয় ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ধিং থেকে ২২.৮ কিমি দক্ষিণ-পশ্চিমে এবং মরিগাঁও থেকে ৯.৪ কিমি উত্তর-উত্তরপশ্চিমে (26.326°N 92.308°E)। দুই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৫–৫০ কিমি গভীরে, এবং দুইটির মধ্যকার দূরত্ব ১০ কিমির কম।

স্থানীয় গণমাধ্যম জানায়, ভূমিকম্পের সময় আসামের বিভিন্ন এলাকার মানুষ ঠাণ্ডা ও ঘন কুঁয়াশার মধ্যে বাড়ি থেকে বের হয়ে আতঙ্কিত হয়ে পড়েন।

বিশেষজ্ঞরা বলেন, এই দুই ভূমিকম্পের উৎপত্তি কোপিলি ফল্ট লাইনে, যা আগেও বেশ কয়েকটি ভূমিকম্পের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত।

আসামসহ উত্তর-পূর্ব ভারত দেশের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ অঞ্চল, তবে আপাতত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top