বৃহঃস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

মার্কিন আদালতে হাজির হয়ে সব অভিযোগ অস্বীকার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৬, ১২:১০

সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন আদালতে হাজির হয়ে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। সোমবার (৫ জানুয়ারি) নিউইয়র্কের ফেডারেল বিচারক অ্যালভিন হেলারস্টাইনের আদালতে তিনি নিজেকে সম্পূর্ণ ‘নির্দোষ’ দাবি করেন। একই সঙ্গে তার স্ত্রী ও ভেনেজুয়েলার ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসও সব অভিযোগ অস্বীকার করেন।

আদালতে বিচারক তাদের কনস্যুলার সহায়তার অধিকার সম্পর্কে অবহিত করলে মাদুরো ও তার স্ত্রী উভয়েই কনস্যুলার সাক্ষাতের আবেদন জানান। তবে এদিন কেউই জামিনের আবেদন করেননি।

মার্কিন প্রসিকিউটরদের পক্ষ থেকে মাদুরোর বিরুদ্ধে একটি কথিত ‘মাদক-সন্ত্রাসী ষড়যন্ত্র’সহ মোট চারটি অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়, তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহার করে যুক্তরাষ্ট্রে মাদক পাচারে সহায়তা করেছেন।

মার্কিন কর্তৃপক্ষ জানায়, শনিবার রাতে পরিচালিত এক অভিযানে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়। পরে তাদের নিউইয়র্কে নিয়ে আসা হয়। বর্তমানে তারা ব্রুকলিনের একটি ফেডারেল ডিটেনশন সেন্টারে আটক রয়েছেন।

আদালতে মাদুরো দাবি করেন, তাকে অপহরণ করা হয়েছে। বিচারক মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ১৭ মার্চ নির্ধারণ করেছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top