মেদভেদেভের ‘মের্জ অপহরণ’ মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া বার্লিনের
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৬, ১২:৩০
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জকে তুলে আনার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের তুলনা করে বলেছেন, এমন ধরনের অভিযান বিশ্বের অন্যান্য নেতাদের বিরুদ্ধেও কল্পনা করা যেতে পারে।
মেদভেদেভ বলেন, “নব্য নাৎসি মের্জকে অপহরণ চলমান ঘটনাপ্রবাহের এক দারুণ সংযোজন হতে পারে। জার্মানিতেও তার বিরুদ্ধে বিচারযোগ্য অভিযোগ আছে, তাই তাকে হারালে নাগরিকদের অকারণ কষ্ট কমবে।”
তবে এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বার্লিন। জার্মান সরকারের মুখপাত্র সেবাস্টিয়ান হিলে সোমবার সংবাদ ব্রিফিংয়ে বলেন, “আমরা এসব মন্তব্য অত্যন্ত গুরুত্বসহকারে দেখছি এবং ফেডারেল সরকার সর্বোচ্চ কঠোর ভাষায় এ ধরনের হুমকিকে নিন্দা জানায়।” তিনি আরও জানান, চ্যান্সেলর মের্জ বর্তমানে “অত্যন্ত সুরক্ষিত ও নিরাপদ” রয়েছেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে গত শনিবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী আটক হন এবং পরে তাদের যুক্তরাষ্ট্রে নেওয়া হয়। মাদুরোর বিরুদ্ধে নিউইয়র্কে মাদক পাচারের অভিযোগে মামলা চলছে।
দিমিত্রি মেদভেদেভ রাশিয়ার দীর্ঘদিনের ক্ষমতাসীন নেতা ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী। তিনি ২০০৮–২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট এবং ২০১২–২০২০ পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন।
এদিকে, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে চলা ইউক্রেন-রাশিয়া সংঘাতের সময়ে জার্মান চ্যান্সেলর মের্জ রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান রেখেছেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।