বৃহঃস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

মোদির সঙ্গে সম্পর্কের রসায়ন ও শুল্কনীতি নিয়ে ফের মন্তব্য ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৬, ১৪:৪৬

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তাঁর স্বভাবসুলভ ভঙ্গিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ও দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে মন্তব্য করেছেন। রিপাবলিকান কংগ্রেস সদস্যদের এক সম্মেলনে দেওয়া বক্তব্যে ট্রাম্প দাবি করেন, তাঁর সঙ্গে সাক্ষাৎ করার জন্য নরেন্দ্র মোদি নাকি রীতিমতো অনুনয় করেছিলেন।

ট্রাম্পের ভাষ্যমতে, মোদি তাঁকে ‘স্যার’ সম্বোধন করে জানতে চান—তিনি কি ট্রাম্পের সঙ্গে দেখা করতে পারেন। এ সময় ট্রাম্প স্বীকার করেন, যুক্তরাষ্ট্রের চড়া শুল্ক আরোপের কারণে ভারতের প্রধানমন্ত্রী তাঁর ওপর খুব একটা সন্তুষ্ট নন। তবে তিনি সাফ জানিয়ে দেন, ভারতের সন্তুষ্টির চেয়ে আমেরিকার জাতীয় স্বার্থই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।

বক্তব্যে ট্রাম্প বিশ্ববাণিজ্য ও ভূ-রাজনীতির প্রেক্ষাপটে ভারতের অবস্থান নিয়েও কথা বলেন। তিনি উল্লেখ করেন, ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৬৮টি অ্যাপাচি হেলিকপ্টার কেনার ক্রয়াদেশ দিয়েছে এবং বিষয়টি দ্রুত অগ্রসর হচ্ছে। দীর্ঘদিনের অপেক্ষার পর ট্রাম্প প্রশাসনের অধীনেই এই প্রতিরক্ষা চুক্তির বাস্তবায়ন হতে যাচ্ছে বলে দাবি করেন তিনি।

একই সঙ্গে ট্রাম্প রাশিয়া থেকে ভারতের তেল আমদানির প্রসঙ্গও তুলে ধরেন। তাঁর দাবি, রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ ভারত উল্লেখযোগ্যভাবে কমিয়েছে, কারণ মোদি জানতেন—এই বিষয়ে ট্রাম্প সন্তুষ্ট নন।

শুল্ক নীতির পক্ষে সাফাই গাইতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারতসহ বিভিন্ন দেশ থেকে আসা পণ্যের ওপর উচ্চ হারে শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হচ্ছে। ট্রাম্পের ভাষায়, “আমাকে খুশি রাখাটা গুরুত্বপূর্ণ, কারণ আমরা তাদের সঙ্গে বাণিজ্য করি এবং যেকোনো সময় শুল্ক আরও বাড়িয়ে দিতে পারি।”

যদিও নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক ‘চমৎকার’ বলে দাবি করেন ট্রাম্প, তবুও তিনি স্পষ্ট করে বলেন—জাতীয় স্বার্থের প্রশ্নে তিনি কোনো ধরনের ছাড় দেবেন না।

বিশ্বজুড়ে মার্কিন শুল্কনীতি নিয়ে নতুন করে আলোচনার মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য এসেছে। ভারতের মতো উদীয়মান অর্থনীতির ওপর এমন চাপ প্রয়োগ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে ভবিষ্যতে কী প্রভাব ফেলবে, তা এখন দেখার বিষয়।

সূত্র: হিন্দুস্তান টাইমস



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top