শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

ট্রাম্প-নেতানিয়াহুকে কঠোর হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৬, ১৮:৪১

সংগৃহীত

ইরানের সামরিক বাহিনীর প্রধান জেনারেল আমির হাতামি দেশীয় সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে সতর্ক করে বলেছেন, বাইরের শক্তির হুমকি তেহরান নীরবে সহ্য করবে না। এ খবর বুধবার ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফারস নিউজ প্রকাশ করেছে।

হাতামি বলেন, “ইরানি জাতির বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্যকে ইসলামি প্রজাতন্ত্র হুমকি হিসেবে বিবেচনা করে। এই ধরনের বক্তব্য সহ্য করা হবে না এবং এর কঠোর জবাব দেওয়া হবে। শত্রুপক্ষ যদি ভুল করে, তাহলে ইরানের প্রতিক্রিয়া গত জুনে ইসরায়েলের সঙ্গে সংঘটিত ১২ দিনের যুদ্ধের চেয়েও কঠোর হবে।”

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ গত ২৮ ডিসেম্বর তেহরানে ব্যবসায়ীদের মধ্যে আকাশচুম্বী মূল্যস্ফীতি ও রিয়ালের দরপতনের বিরুদ্ধে শুরু হয়। তা দ্রুত দেশটির অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে। এই বিক্ষোভে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৩৬ জনের প্রাণহানি ঘটেছে। তবে ২০২২-২০২৩ সালের আন্দোলন বা ২০০৯ সালের বিতর্কিত নির্বাচনের পরের বিক্ষোভের মতো ব্যাপক নয়।

বিক্ষোভকে আন্তর্জাতিক নজরও কেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “ইরানের পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি। যদি তারা আবার জনগণকে হত্যা শুরু করে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া আসবে।” ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সমর্থনকে সহিংসতায় উসকানি এবং দেশের জাতীয় ঐক্য ক্ষুণ্নের চেষ্টার অভিযোগ হিসেবে দেখেছে।

গত জুনে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া সংঘাতেও যুক্তরাষ্ট্র অংশ নিয়েছিল এবং ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় ক্ষতি হয়েছে।

সূত্র: এএফপি

 

এনএফ৭১/এসআর



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top