শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২

“আমরা মরব, তবু দাসত্ব মানব না”

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২৬, ১৩:৩৯

সংগৃহীত

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বুধবার ব্যাপক বিক্ষোভ ও সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গ্রেপ্তারের অভিযোগে রাজপথে নেমে আসেন হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দেন এবং বিদেশি আগ্রাসনের অভিযোগ তোলেন।

স্থানীয় সূত্রের দাবি, গত ৩ জানুয়ারি ভোরে রাজধানী কারাকাস ও আশপাশের কয়েকটি সামরিক-বেসামরিক এলাকায় একটি আকস্মিক সামরিক অভিযান চালানো হয়। ওই অভিযানে মার্কিন বাহিনী মাদুরো ও সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। যদিও এ বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।

ঘটনার পর কারাকাসের প্রধান সড়কগুলোতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের হাতে ছিল মাদুরোর ছবি, পাশাপাশি ‘সুপার বিগোতে’ ও ‘সুপার সিলিতা’ নামের প্রতীকী পুতুল। তারা “আমরা মরব, তবু দাসত্ব মানব না”—এমন স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলে।

এদিকে রাজনৈতিক শূন্যতা মোকাবিলায় ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তবে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে। তিনি ভেনেজুয়েলা শাসনের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেন এবং ডেলসি রদ্রিগেজকে তার নির্দেশ না মানলে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেন।

এই হুমকির জবাবে বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের আধিপত্য প্রত্যাখ্যান করেন। মিছিলে অংশ নেওয়া এক নারী বলেন, “আমরা একটি গণতান্ত্রিক দেশ। ট্রাম্প আমাদের শাসন করতে পারবেন না। প্রয়োজনে জীবন দেব, তবু আমেরিকার কলোনি হবো না।”

দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top