রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে একক বন্দুকধারীর হামলায় ছয়জন নিহত, সাত বছরের শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৬, ১২:০৭

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের গ্রামীণ এলাকা সিডার ব্লাফে একক বন্দুকধারীর হামলায় সাত বছরের এক শিশুসহ মোট ছয়জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, হামলাটি শুক্রবার (৯ জানুয়ারি) তিনটি পৃথক স্থানে সংঘটিত হয়।

২৪ বছর বয়সী দারিকা মুরকে গ্রেফতার করা হয়েছে। তাকে প্রথমে ফার্স্ট-ডিগ্রি হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে, তবে পরে অতিরিক্ত হত্যার অভিযোগ যুক্ত করে মামলাটি ক্যাপিটাল মার্ডারে উন্নীত করা হবে বলে জানিয়েছেন ক্লে কাউন্টির শেরিফ এডি স্কট।


শেরিফ স্কট জানিয়েছেন, হামলার সূচনা হয় সিডার ব্লাফের ডেভিড হিল রোডের একটি বাড়ি থেকে। সেখানে মুর প্রথমে তার বাবা গ্লেন মুর (৬৭), চাচা উইলি এড গাইনস (৫৫) ও ভাই কুইন্টিন মুরকে (৩৩) গুলি করে হত্যা করেন। পরে তিনি তার ভাইয়ের মালিকানাধীন ফোর্ড এফ-১৫০ পিকআপ ট্রাক চুরি করে ব্লেক রোডের একটি বাড়িতে যান।

ওই বাড়িতে প্রবেশ করে মুর আগ্নেয়াস্ত্র হাতে যৌন নিপীড়নের চেষ্টা করেন এবং সাত বছরের কন্যাশিশুকে গুলি করে হত্যা করেন। নিহত শিশুর মা ও আরও তিন শিশু বাড়িতে উপস্থিত ছিলেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর মাথায় গুলি লেগে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে।

এরপর মুর চুরি করা ট্রাক নিয়ে পালিয়ে সাইলাম-গ্রিফিন রোডের আরেকটি ঠিকানায় যান। সেখানে পৌঁছার পর পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে একজন স্থানীয় গির্জার পাদ্রি ছিলেন।


যুক্তরাষ্ট্রের মার্শাল সার্ভিসসহ একাধিক আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে মুরকে পাইনের গ্রোভ রোড ও জো মায়ার্স রোডের সংযোগস্থলে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় মুর কোনো প্রতিরোধ করেননি।


শেরিফ এডি স্কট বলেন, তার ৩০ বছরের কর্মজীবনে এটি সবচেয়ে কঠিন মামলা। তিনি নিহত ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করেছেন এবং বলেন, হত্যাকাণ্ড পুরো কমিউনিটিকে শোকাহত করেছে। তিনি আরও জানান, অভিযুক্ত মুরের বিরুদ্ধে আগে কোনো অভিযোগ ছিল না।


জেলা অ্যাটর্নি স্কট কোলম জানিয়েছেন, মামলায় মৃত্যুদণ্ডের বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে। তদন্ত এখনও চলছে।

সূত্র: এনবিসি নিউজ



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top