বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

নিরাপত্তা উদ্বেগে বাংলাদেশে ভারতীয় কূটনীতিকদের জন্য ‘নন-ফ্যামিলি পোস্টিং’ ঘোষণা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২৬, ০৯:০৬

ছবি: সংগৃহীত

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় কূটনীতিকদের জন্য দেশটিকে ‘নন-ফ্যামিলি পোস্টিং’ হিসেবে ঘোষণা করেছে ভারত। এর ফলে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন এবং চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটের চারটি সহকারী হাইকমিশনে কর্মরত কূটনীতিকদের পরিবার-সদস্যদের ভারতে ফিরে যেতে বলা হয়েছে।

তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি নয়াদিল্লি। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, গত ৫ আগস্ট বাংলাদেশে শাসনব্যবস্থার পরিবর্তনের পর থেকেই বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে মাঝেমধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। সাম্প্রতিক সময়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার নিষিদ্ধ করা এবং ভারতীয় খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে বাংলাদেশে উদ্বেগ প্রকাশের ঘটনাও পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে।

এ প্রেক্ষাপটে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিকদের পরিবারবর্গকে ভারতে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তবে এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশে ভারতের কূটনৈতিক কার্যক্রমে কোনো ধরনের ব্যাঘাত ঘটবে না বলেও জানানো হয়েছে।

এদিকে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ চালাচ্ছে বাংলাদেশ সরকার। দিল্লিতে অবস্থান করে বক্তব্য দেওয়ার মাধ্যমে তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে উসকানি দিচ্ছেন—এমন অভিযোগও উঠেছে।

একই সঙ্গে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ করে আসছে ভারত। এসব অভিযোগকে কেন্দ্র করে ভারতে বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভ ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। পাল্টা হিসেবে বাংলাদেশেও ভারতের বিভিন্ন মিশনের সামনে একাধিকবার বিক্ষোভের ঘটনা ঘটেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top