শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

সৌদির বিরোধী দল গঠন করল নির্বাসিতরা

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৫:২০

ইয়াহিয়া আসসিরি; মাদায়ি আল-রাশিদ; ওমর আব্দুল আজিজ; আব্দুল্লাহ আল আউদ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

রাজতন্ত্রে অসন্তুষ্ট হয়ে প্রথমবারের মত বিরোধী রাজনৈতিক দল গঠন করলো সৌদিরা। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে নির্বাসিত সৌদি নাগরিকরা মিলে এ বিরোধী দল গঠনের ঘোষণা দেয়। নির্বাসিত এসব সৌদি নাগরিক রাজা সালমানের শাসনে অসন্তুষ্ট।

কাতার ভিত্তিক বহুল প্রচলিত গণমাধ্যম আল-জাজিরা জানায়, ২৩ সেপ্টেম্বর বুধবার দলটির পক্ষ থেকে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে। নব গঠিত এ দলের নাম রাখা হয়েছে ‘ন্যাশনাল এসেম্বলি পার্টি’। এর লক্ষ্য হচ্ছে, গণতান্ত্রিক উপায়ে সৌদি আরবে সরকার গঠন এবং শাসন পরিচালনা। একই ধরণের খবর দিয়েছে জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সৌদি রাজতন্ত্র বিরোধী নব গঠিত এ দলের নেতৃত্ব দিচ্ছেন, লন্ডন ভিত্তিক বিশিষ্ট মানবাধিকার কর্মী ইয়াহিয়া আসসিরি। তার সাথে দল পরিচালনায় রয়েছেন মাদায়ি আল-রাশিদ, সাঈদ বিন নাসির আল গামদি। যুক্তরাষ্ট্রে প্রতিনিধিত্ব করছেন আব্দুল্লাহ আল আউদ আর কানাডায় রয়েছেন ওমর আব্দুল আজিজ।

পারস্য উপসাগরের এ দেশটিতে ২০০৭ ও ২০১১ সালেও দু’বার বিরোদী দল গঠনের উদ্যোগ নেয়া হয়। সে সময় বিরোধী দল গঠনকারী অনেককেই আটক করা হয়।

এনএফ৭১/জুআসা/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top