মিয়ানমারে সামরিক সমর্থিত ইউএসডিপির জয়
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৬, ১২:৪৪
মিয়ানমারে সামরিক বাহিনী নিয়ন্ত্রিত সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে জান্তা সমর্থিত রাজনৈতিক দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি)। তিন ধাপে অনুষ্ঠিত নির্বাচনের চূড়ান্ত ফলাফলের ঘোষণা ২৯ ও ৩০ জানুয়ারি রাষ্ট্রীয় গণমাধ্যমে করা হয়েছে।
ফলাফলে দেখা গেছে, নিম্নকক্ষে ২৬৩টি আসনের মধ্যে ২৩২টি এবং উচ্চকক্ষে ১৫৭টির মধ্যে ১০৯টি আসনে জয়লাভ করেছে ইউএসডিপি। সামরিক মুখপাত্র জাও মিন তুন জানিয়েছেন, আগামী মার্চে সংসদ অধিবেশন ডেকে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবে এবং এপ্রিলের মধ্যে ক্ষমতা হস্তান্তর করা হবে। তবে সংবিধান অনুযায়ী সামরিক বাহিনীর জন্য ২৫ শতাংশ আসন সংরক্ষিত, ফলে মূল নিয়ন্ত্রণ জান্তার হাতে থেকেই যাচ্ছে।
জাতিসংঘ জানিয়েছে, নির্বাচনের সময়কালে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১৭০ বেসামরিক নিহত এবং প্রায় ৪০০ গ্রেফতার হয়েছে। মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক বলেছেন, ভোটের সময় দেশের বিশাল অংশ ভয় ও দমন-পীড়নের কারণে নির্বাচন থেকে বিরত থেকেছে। রোহিঙ্গা ও বাস্তুচ্যুত কয়েক লাখ মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন।
আসিয়ান ইতোমধ্যেই নির্বাচনকে স্বীকৃতি দেবে না বলে ঘোষণা দিয়েছে। পশ্চিমা দেশ এবং মানবাধিকার সংস্থাগুলো এই নির্বাচনের প্রক্রিয়াকে অবাধ ও ন্যায়সঙ্গত নয় বলে অভিহিত করেছে, কারণ বিরোধী দলগুলোকে বিলুপ্ত ঘোষণা করে একাধিপত্য বজায় রাখার উদ্দেশ্যে এটি আয়োজন করা হয়েছে।
মিয়ানমারের রাজনৈতিক অস্থিরতা ও সামরিক দমন-পীড়নের কারণে বর্তমানে প্রায় ৩৬ লাখ মানুষ বাস্তুচ্যুত এবং হাজার হাজার নিহত, যা দেশটির স্থিতিশীলতাকে বিপন্ন করেছে।
সূত্র: আলজাজিরা
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।