শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

জামায়াতের সঙ্গে জোটের কারণে এনসিপিতে যোগ দেয়নি মাহফুজ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৬, ১৩:৪০

সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গড়ে উঠেছে জুলাই গণঅভ্যুত্থানের শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে। এনসিপিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে আগে গুঞ্জন ছিল যে, অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করা তথ্য উপদেষ্টা ও গণঅভ্যুত্থানের অন্যতম পুরোধা মাহফুজ আলমও দলের সঙ্গে যুক্ত হবেন। তবে মাহফুজ এ পথে হাঁটেননি, যা রাজনৈতিক মহলে বিস্ময়ের জন্ম দেয়।

মাহফুজ আলম জানিয়েছেন, “এনসিপিতে যোগ দেওয়ার আলোচনা অনেক দিন থেকেই ছিল। এনসিপি যদি বৃহত্তর জুলাই আমব্রেলার মাধ্যমে তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত হতো, তাহলে আমার জন্য এনসিপিতে যোগ দেওয়া সহজ হতো। তবে এনসিপি জামায়াতের সঙ্গে জোটে যাওয়ার ফলে আমি যোগ দেইনি।”

তিনি বলেন, “আমার সবসময়ই অবস্থান ছিল যে, রাজনৈতিক দলগুলো যেমন বিএনপি বা অন্য দলগুলোর সঙ্গে জোট না করে তৃতীয় শক্তি হিসেবে কীভাবে আত্মপ্রকাশ করা যায়। এনসিপি জামায়াতের সঙ্গে যাওয়া আমার মূল চিন্তাধারার বিপরীতে। তাই আমি নিজের আলাদা পথ বেছে নিয়েছি।”

মাহফুজ আলম আরও জানিয়েছেন, জোটের ফলে মানুষের আশা ভঙ্গ হয়েছে। তিনি বলেন, “মানুষ চেয়েছিল নতুন, পরিচ্ছন্ন ও প্রমিজিং কোনো তৃতীয় শক্তি আসুক। কিন্তু এনসিপি জামায়াতের সঙ্গে জোটের কারণে এ আশা ভঙ্গ হয়েছে। নির্বাচনে জামায়াত লাভবান হবে, তবে এনসিপি চ্যালেঞ্জের মুখে পড়বে।”

এছাড়া মাহফুজ জানিয়েছেন, প্রথাগত রাজনীতি থেকে দূরে থেকে তিনি সমাজ ও অর্থনীতি সংক্রান্ত নতুন প্রস্তাব ও রূপান্তর নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। তার উদ্দেশ্য, মানুষের মধ্যে সলিডারিটি ও নতুন চিন্তাধারা বজায় রাখা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top