বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

ইরানের দিকে নতুন মার্কিন নৌবহর, ট্রাম্পের চুক্তির আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২৬, ১৮:৪০

সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের দিকে আরও একটি মার্কিন সামরিক নৌবহর অগ্রসর হচ্ছে। তিনি একই সঙ্গে ইরানকে চুক্তির আহ্বান জানান।

ট্রাম্প আইওয়ায় এক ভাষণে বলেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক সক্ষমতা রুখে দিয়েছিল এবং এখন নতুন নৌবহর ভেসে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এবার ইরান চুক্তি করবে।

এর আগে মার্কিন এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানের ওপর কড়া নজর রাখছে এবং একটি বিশাল নৌবহর ওই অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা বহুদিনব্যাপী সামরিক প্রস্তুতি মহড়ার পরিকল্পনা করছে। মহড়ার লক্ষ্য হলো সামরিক সম্পদ ও জনবলের দ্রুত মোতায়েন সক্ষমতা বৃদ্ধি, আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা জোরদার করা এবং সম্ভাব্য পরিস্থিতিতে দ্রুত ও নমনীয় প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত থাকা।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিরক্ষা প্রধানদের বৈঠকে প্রতিরক্ষামূলক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। বর্তমানে ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী বহর ভারত মহাসাগরে পৌঁছেছে। এ বহরের সঙ্গে রয়েছে একাধিক যুদ্ধজাহাজ, ডেস্ট্রয়ার এবং যুদ্ধবিমান।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top