শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

হরমুজ প্রণালীতে ইরান সামরিক মহড়া, যুক্তরাষ্ট্রের কঠোর হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৬, ১৩:৩০

সংগৃহীত

ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা একটি নতুন ও বিপজ্জনক মোড় নিয়েছে। মার্কিন রণতরী আব্রাহাম লিংকনসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম ওই অঞ্চলে মোতায়েনের প্রতিবাদে ইরান হরমুজ প্রণালিতে দুদিনব্যাপী সরাসরি গুলিবর্ষণ ও নৌ-মহড়ার ঘোষণা দিয়েছে। মহড়াটি আগামী রোববার (১ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে বলে জানা গেছে।

ইরানের ঘোষণার পর মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) তেহরানকে সতর্ক করে জানিয়েছে, মার্কিন যুদ্ধজাহাজের ওপর দিয়ে ইরানি ড্রোন বা বিমান উড্ডয়ন কিংবা দ্রুতগামী ইরানি স্পিডবোটের মাধ্যমে সংঘর্ষের উসকানি দেওয়ার কোনো কর্মকাণ্ড তারা সহ্য করবে না।

কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প প্রশাসনের চাপ এবং ইরানের পরমাণু কর্মসূচি ও সরকারবিরোধী বিক্ষোভ দমনের কারণে দুই দেশের সম্পর্ক ‘খাদের কিনারায়’ পৌঁছে গেছে। কূটনৈতিক পর্যায়েও পরিস্থিতি জটিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শুক্রবার (৩০ জানুয়ারি) এক বিবৃতিতে জানিয়েছেন, তাদের দেশ ‘ন্যায্য ও সঠিক’ আলোচনার জন্য প্রস্তুত। তবে তিনি স্পষ্ট করেছেন যে, ইরানের প্রতিরক্ষা কৌশল এবং মিসাইল ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে কোনো সমঝোতা হবে না।

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প প্রশাসনের চাপ এবং ইরানের অনড় অবস্থান মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি হিসেবে কাজ করছে।

সূত্র: আলজাজিরা

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top