শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় অংশ নিতে রওনা দিয়েছেন তারেক রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৬, ১৪:৪৬

সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার (৩১ জানুয়ারি) নির্বাচনী জনসভায় অংশগ্রহণের জন্য সিরাজগঞ্জের পথে রওনা হয়েছেন।

দুপুর ১২:৩০ টার দিকে তিনি বগুড়ার হোটেল নাজ গার্ডেন ত্যাগ করেন। গাড়িবহরের আগে সকাল থেকেই হোটেলের সামনে হাজারো মানুষ তাকে এক নজর দেখার জন্য ভিড় করেছেন। ঢাকা-রংপুর মহাসড়কের শাহাজাহানপুর এলাকায় দলের নেতাকর্মীরাও তাকে স্বাগত জানান।

সিরাজগঞ্জের পথে তারেক রহমান শেরপুরে দুটি পথসভায় ভাষণ দেবেন। ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় বিসিক শিল্প পার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য রাখবেন। এছাড়া মঞ্চে সিরাজগঞ্জ ও পাবনা জেলার সব সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন বিএনপি চেয়ারম্যান।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top