তালেবান হামলায় ২৮ আফগান পুলিশ নিহত

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২০, ২০:৩১

ইন্টারন্যাশনাল ডেস্ক:

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় উরুজগান প্রদেশে তালেবান হামলায় মারা গেছে কমপক্ষে ২৮ পুলিশ সদস্য। বুধবার দিনের শেষ ভাগে এ হামলার ঘটনা ঘটে।

প্রাদেশিক গভর্নর মুখপাত্র জেলগি এদাবি জানান, তালেবান মিলিশিয়ারা আফগান জাতীয় পুলিশ বাহিনী কর্মকর্তাদের কাছে আত্মসমর্পণ করতে চায়। তাদের কাছ থেকে অস্ত্র গ্রহণের সময় পুলিশ বাহিনীর ২৮ সদস্যের সবাইকে হত্যা করে তালেবানরা।
তবে তালেবান মুখপাত্র ইউসুফ আহমাদি উল্টো দোষ দেন আফগান পুলিশকে। তিনি জানান, তালেবানরা অস্ত্র নিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছিল। কিন্তু পুলিশ তাদেরকে ফিরিয়ে দিলে এ ঘটনা ঘটে।

রোববার একই প্রদেশের আরেকটি টহল চৌকিতে হামলা চালিয়ে ২৪ আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যকে হত্যা করে তালেবানরা।

এনএফ৭১/জুআসা/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top