সিসি’র পদত্যাগের দাবিতে মিশরে বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৪:৫৯

মিশরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষেরে এক পর্যায়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে দেয় প্রতিবাদকারীরা

মিশরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষেরে এক পর্যায়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে দেয় প্রতিবাদকারীরা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি’র পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে হাজার হাজার মিশরীয়। শুক্রবার জুমার নামাজের পর রাজধানী কায়রোসহ দেশটির বিভিন্ন শহরের বিক্ষোভ হয়। মিশরের এ বিক্ষোভের সংবাদ বিশ্বের বেশিরভাগ গণ মাধ্যমে ফলাও করে প্রচার হয়েছে।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিও-তে দেখা যায়, শহরের প্রধান সড়ক এবং অলি-গলিতে সিসি’র বিরুদ্ধে স্লোগান দিচ্ছে বিক্ষোভকারীরা। রাজধানীর কায়রো’র পাশাপাশি বিক্ষোভ হয়েছে গীযা, দেমিয়েত্তা এবং প্রাচীন শহর লুক্সর-এ। শ্লোগানে বিক্ষোভকারীরা বলেন, ‘ভয় নেই আমাদের; সিসি তোমকে যেতে হবে’।

এদিকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে মারমুখী আচরণ করতে দেখা গেছে পুলিশকে। পুলিশের সাথে সংঘর্ষে একজন নিহতের খবর ও পাওয়া গেছে।

ক্ষমতা আরোহনের পর থেকে বিরোধী মত দমনে কঠোর মিশরের বর্তমান প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি। নির্বাচিত সরকারকে ক্যু এর মাধ্যমে সরিয়ে মিশরের ক্ষমতা নেন তিনি। ক্ষমতায় এসে বিরোধীর ওপর দমন-পীড়ন অব্যাহত রাখেন। অনেক প্রতিবাদী নেতা-কর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড দেন বর্তমান স্বৈর শাসক আব্দেল ফাত্তাহ আল সিসি।

এনএফ৭১/জুআসা/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top