• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


সৌদি-ইয়েমেন পাল্টিাপাল্টি হামলায় হতাহত বেসামরিক নাগরিক; তেলের দাম বৃদ্ধি

জুনায়েদ আলী সাকী | প্রকাশিত: ৮ মার্চ ২০২১, ২১:০৬

সৌদি কোয়ালিশন বাহিনীর হামলায় ইয়েমেনের রাজধানী সানায় কালো ধোঁয়া

মধ্যরাতে সৌদি আরবের তেল শোধনাগার এবং তেল মজুত স্থাপনায় ড্রোন হামলা চালায় ইয়েমেনের হুতি যোদ্ধারা। এর প্রতিশোধ নিতে ইয়েমেনে পাল্টা হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনী।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, রোববার সৌদি আরবের বিভিন্ন তেল শিল্প প্রতিষ্ঠান ও স্থাপনায় ড্রোন এবং ক্ষেপনাস্ত্র হামলা চালায় ইয়েমেনের হুতি যোদ্ধারা। এর মধ্যে অন্যতম বড় হামলা ছিল, সৌদি আরবের পূর্বাঞ্চলে পারস্য উপসাগর তীরে অবস্থিত রাস তানুরায়। উপকূলীয়  এ শহরে রয়েছে দেশটির বৃহত্তম তেল কোম্পানী সৌদি আরামকো’র মজুত ট্যাঙ্ক। এখান থেকেই রপ্তানি হত সৌদির তেলের বড় একটি অংশ।

এদিকে, সৌদি আরবের অন্যতম শহর দাম্মাম, আসির, দাহরান এবং জাজান প্রদেশের সামরিক স্থাপনায় হামলার কথা জানায় ইয়েমেনের হুতি যোদ্ধারা। তবে হুতিদের ছোড়া ক্ষেপনাস্ত্র ও ড্রোন ভূপাতিত এবং নিষ্ক্রিয় করার কথা জানায়  সৌদি কর্তৃপক্ষ।

হামলার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি এবং যোগানে ঘাটতির কথা জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

অন্যদিকে, এমন হামলার জবাবে ইয়েমেনের রাজধানী সানা এবং কয়েকটি শহরে হুতিদের অবস্থানে পাল্টা হামলা চালায় সৌদি আরব নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনী। সৌদি যুদ্ধ বিমানগুলোর ছোড়া ক্ষেপনাস্ত্র হমলায় কুন্ডলী পাকিয়ে কালো ধোঁয়া ছেয়ে যায় ইয়েমেনের রাজধানী সানার অনেক আবাসিক এলাকা। এক বিজ্ঞপ্তিতে সৌদি কোয়ালিশন বাহিনীর পক্ষ থেকে জানান হয়, ইয়েমেনের সানা এবং বেশ কয়েকটি প্রদেশে হুদি যোদ্ধাদের অবস্থানে সামরিক হামলা চালানো হয়েছে।

২০১৫ সাল থেকে সৌদি কোয়ালিশন বাহিনীর সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুতি যোদ্ধারা।

এনএফ৭১/জুআসা/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top