নেতানিয়াহুর বাড়ির সামনে বিক্ষোভ
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৬:১৮

ইন্টারন্যাশনাল ডেস্ক:
অস্থিরতা বন্ধের দাবিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির সামনে বিক্ষোভ হয়েছে। এ সময় বিক্ষোভকারীদের ঘিরে রাখে পুলিশ।
গেল কয়েক সপ্তাহ ধরে নেতানিয়ায়ুর বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে উঠেছে ইসরাইলীরা। অধিককৃত এলাকায় অস্থিরতা সৃষ্টি, করোনা ভাইরাস মোকাবেলায় ব্যর্থতার অভিযোগে এনে বিক্ষোভ করে তারা।
নেতানিয়ায়ুর বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে সিজারিয়া এবং তেল আবিবে। ইসরাইলি মিডিয়া জানিয়েছে, এসব বিক্ষোভে অংশ নেয় প্রায় ১৬ হাজার বিক্ষোভকারী।
কয়েকমাস ধরে দুর্নীতির অভিযোগও উঠছে নেতানিয়ায়ুর বিরুদ্ধে। ইতোমধ্যে চারটি দুর্নীতি কেসের সাথে সংশ্লিষ্ট নেতানিয়ায়ু।
এনএফ৭১/জুআসা/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।