হুইলচেয়ারে বসে প্রচারণায় নামছেন মমতা

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৪ মার্চ ২০২১, ২২:৩০

হুইলচেয়ারে বসে প্রচারণায় নামছেন মমতা

হাসপাতাল থেকে ছাড়া পাওয়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোববার (১৪ মার্চ) থেকে হুইলচেয়ারে বসে বিধানসভার নির্বাচনী প্রচারে যোগ দিচ্ছেন।

তিনি প্রথম প্রচার সভায় যোগ দেবেন রাজ্যের শিল্পশহর দুর্গাপুরে। মমতা নিজেই জানিয়েছেন, আগামী ১৭ মার্চ বিকেলে তিনি ইশতেহার প্রকাশ করতে চান। আনন্দবাজার।

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হুইলচেয়ারে বসে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা। তাই সভামঞ্চে তাঁকে হুইলচেয়ার নিয়ে বসার ব্যবস্থা করা হচ্ছে। হুইলচেয়ার নিয়ে বসার বিশেষ ব্যবস্থা থাকছে তার গাড়িতেও।

গত বুধবার মমতা পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা আসনে তার নির্বাচনী মনোনয়নপত্র জমা দেন। বিভিন্ন মন্দিরে পূজা দিয়ে নন্দীগ্রামে ভাড়া করা বাড়িতে ফেরার সময় গাড়ির দরজার সঙ্গে আঘাত লেগে আহত হন তিনি। এরপর তাকে ভর্তি করা হয় কলকাতার পিজি হাসপাতালে। করা হয় বাঁ পায়ে প্লাস্টার।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top