নাগর্ণ-কারাবাখ নিয়ে আর্মেনিয়া আজারবাইজান সংঘর্ষে নিহত ১৫
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২০, ১৭:০১
ইন্টারন্যাশনাল ডেস্ক:
বিরোধপূর্ণ ভূখন্ড নাগর্ণ-কারাবাখ নিয়ে আর্মেনিয়া-আজারবাইজানের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। এ পর্যন্ত ১৫ জন নিহতের খবর পাওয়া গেছে। সংঘর্ষ থামাতে বিভিন্ন দেশ ও সংস্থার আহবান থাকলেও তা মানছেনা এ দুটি দেশ।
সোমবার সকালে আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নাগর্ণ-কারাবাখ ইস্যুতে আজারবাইজান সেনাবাহিনীর সাথে রাতভর সংঘর্ষ হয়েছে। এদিকে আজারবাইজান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানান, তাদের শহর ‘তেরতের’-এ গোলা বর্ষণ করেছে আর্মেনিয় বাহিনী। নাগর্ণ-কারাবাখ প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানায়, রাতের গোলাগুলিতে সরকারী বাহিনীর অন্তত ১৫ জন নিহত হয়েছে।
এদিকে, নাগর্ণ-কারাবাখ নিয়ে চলা দু’টি দেশের সংঘর্ষে আজারবাইজানকে পূর্ন সমর্থনের ঘোষণা দিয়েছে তুরস্ক। এক বিবৃতিতে হামলা ও আগ্রাসনের জন্য আর্মেনিয়ার কঠোর সমালোচনা করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। আর্মেনিয়ার হামলাকে ওই অঞ্চলের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন তিনি। অন্যদিকে, সংঘর্ষ থামিয়ে সমস্যা সমাধানে সংলাপের আহবান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত এ দুটি দেশ ১৯৯০ সালেও নাগর্ণ-কারাবাখ নিয়ে সংঘাতে লিপ্ত হয়। আজারবাইজানের মধ্যে অবস্থিত বিরোধপূর্ণ এ অঞ্চলটি আর্মেনিয় উপজাতি দ্বারা পরিচালিত।
এনএফ৭১/জুআসা/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।