আর্মেনিয়া-আজারবাইজান তীব্র সংঘর্ষ; মৃতের সংখ্যা বেড়ে ৯৫
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৪:১২

ইন্টারন্যাশনাল ডেস্ক:
বিরোধপূর্ণ এলাকা নগর্ণ-কারাবাখ নিয়ে আর্মেনিয়া-আজারবাইজানের মধ্যে সংঘর্ষ আরও তীব্র হয়েছে। এ পর্যন্ত ৯৫ জন নিহতের খবর পাওয়া গেছে। সোমবার পর্যন্ত নিহত হয়েছে আরও ২৬ বিচ্ছিন্নতাবাদী। নগর্ণ-কারাবাখ কর্তৃপক্ষ জানিয়েছে এ পর্যন্ত তাদের ৮৪ যোদ্ধা নিহত হয়েছে। কাতার ভিত্তিক নিউজ চ্যানেল আল জাজিরা জানায়, ওই এলাকার সংঘর্ষে অন্তত ১১ বেসামরিক নাগরিক মারা গেছে।
বার্তা সংস্থা রয়টার্সকে নগর্ণ-কারাবাখ যোদ্ধা নেতা আরাই ইক হারুতাইয়ু নিয়ান বলেন, এটা তাদের জীবন-মৃত্যু লড়াই।
এদিকে, আর্মেনিয়া-আজারবাইজান সংকট নিরসনে মঙ্গলবার রুদ্ধদ্বার বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ফ্রান্স ও জার্মানির প্রস্তাব করলে, এতে সাড়া দেয় জাতিসংঘ।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ আজারবাইজানের বিরোধপূর্ণ এলাকা নগর্ণ-কারাবাখে বসবাস আর্মেনীয় পন্থি উপজাতিদের। খ্রিষ্টান সংখ্যাগরিষ্ঠ এ অঞ্চল আজারবাইজান থেকে বিচ্ছিন্ন হতে চাইছে কয়েক বছর আগে থেকে। তাদেরকে সমর্থন দিচ্ছে আজারবাইজানের প্রতিবেশি দেশ আর্মেনিয়া। রাশিয়ার অস্ত্রের অন্যতম ক্রেতা সাবেক সোভিয়েত ইউনিয়নের এ দুই দেশ। ইতোমধ্যে মুসলিম প্রধান আজারবাইজানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন ,তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
এনএফ৭১/জুআসা/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।