ভারতে কাজ বন্ধ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৫:০৯

ইন্টারন্যাশনাল ডেস্ক:
ভারতে সব ধরণের কর্মসূচী বন্ধের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, দু’বছর ধরে অব্যাহতভাবে কাজে বাধা এবং কর্মীদের হয়রানি করছে সরকার।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়া’র নির্বাহী পরিচালক অভিনাশ কুমার এক বিবৃতিতে জানান, কর্মীদের বাদ দেয়া এবং প্রচার-গবেষণা বন্ধ করতে চাপ দিয়েছে নরেন্দ্র মোদি সরকার। সরকারের পক্ষ থেকে অবশেষে ব্যাংক হিসাব স্থগিত করলে, নিজেদের কর্মকান্ড বন্ধ করতে বাধ্য হয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
সম্প্রতি দিল্লীতে দাঙ্গা-হাঙ্গামা এবং জম্মু-কাশ্মীরে মানবাধিকার নিয়ে বেশ সরব ছিল আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থা। এর রেশ ধরে তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করে ভারত সরকার। ফলে সব ধরণের কর্মকান্ড বন্ধ করার ঘোষণা দেয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
এনএফ৭১/জুআসা/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।