আজারবাইজান-আর্মেনিয়া বিরোধে আলোচনায় সম্মত রাশিয়া-তুরস্ক
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২ অক্টোবর ২০২০, ১৮:৫৮
ইন্টারন্যাশনাল ডেস্ক:
আর্মেনিয়া-আজারবাইজান বিরোধ মেটাতে এক টেবিলে বসার উদ্যোগ নিয়েছে দেশ দু’টির অন্যতম প্রভাবশালী প্রতিবেশী রাশিয়া ও তুরস্ক। বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী মেভলুত চাভুসগ্লু’র সাথে টেলিফোনে আলোচনা করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
নগর্ণ-কারাবাখ ইস্যুতে আলাপ-আলোচনার মাধ্যমে আর্মেনিয়া-আজারবাইজান বিরোধ মিটিয়ে শান্তিপূর্ণ সমাধানে কাছে থেকে সহযোগিতা করবে দেশ দু’টি। যদিও বৃহস্পতিবার মস্কোয় নিযুক্ত জাতিসংঘ প্রতিনিধি ভাসিলি নেবেনযিয়া জানিয়েছিলেন, রাশিয়া ও তুরস্ক বিপরীত অবস্থানে থেকে দু’টি পক্ষকে সহযোগিতা করছে।
আর্মেনিয়া-আজারবাইজান সাম্প্রতিক সংঘর্ষে ইতোমধ্যে নিহত হয়েছে একশোর বেশি মানুষ। যাদের বেশিরভাগই নগর্ণ-কারবাখের। ১৯৯২ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর নগর্ণ-কারাবাখ আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃত। তবে বিরোধপূর্ণ অঞ্চলটি আর্মেনিয় নৃ-তাত্বিক গোষ্ঠী দ্বারা পরিচালিত। নগর্ণ-কারাবাখ নিয়ে ইতোমধ্যে কয়েকবার সংঘর্ষে জড়িয়েছে আর্মেনিয়া ও আজারবাইজান।
এনএফ৭১/জুআসা/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।