ইন্দোনেশিয়া-পূর্ব তিমুরে ঘূর্ণিঝড়ে মৃত ৭৬, নিখোঁজ ৪০

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২১, ২১:২৬

ইন্দোনেশিয়া-পূর্ব তিমুরে ঘূর্ণিঝড়ে মৃত ৭৬, নিখোঁজ ৪০

ইন্দোনেশিয়ায় প্রলয়ঙ্করী বন্যা ও ভূমিধসের পর ঘূর্ণিঝড়ের ঘটনা ঘটেছে। এতে করে মৃতের সংখ্যা ৭৬ জনে ঠেকেছে বলে ইয়াহু নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে।

সোমবার (০৫ এপ্রিল) সে দেশের সরকারি কর্মকর্তারা জানিয়েছে, প্রতিকূল পরিস্থিতির কারণে বহু মানুষ এখন ঘরছাড়া। রোববার সকালে পূর্বাঞ্চলীয় একটি দ্বীপে বন্যাজনিত ভূমিধস দেখা দেয় এবং পরে ঘূর্ণিঝড় হয়।

সোমবার ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, রোববারের ওই বন্যা ও ভূমিধসে অন্তত ৫৫ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে কমপক্ষে আরো ৪০ জন।

তবে ইয়াহু নিউজ বলছে, ঘূর্ণিঝড়ের কারণে মৃতের সংখ্যা ৭৬ জনে ঠেকেছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা আরো বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top