সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১

বিশ্বে করোনায় আক্রান্ত ১০ শতাংশ মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৬ অক্টোবর ২০২০, ১১:২৩

প্রতীকী ছবি

বিশ্বে করোনায় আক্রান্ত ১০ শতাংশ মানুষ : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

নিজস্ব প্রতিবেদন:

সারাবিশ্বে কোভিট-১৯ এ আক্রান্তের সংখ্যা মোট জনসংখ্যার ১০ শতাংশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর তথ্যমতে।

ওয়ার্ল্ডোমিটার্সের পরিসংখ্যান অনুযায়ী এখন বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার ৪৬৫ জন।

কিন্তু, ডব্লিউএইচও এর বর্তমান অনুমান অনুযায়ী বিশ্বের ১০ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত। বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যা ৭৮১ কোটি। সে হিসেবে ৭ কোটি ৮১ লাখ মানুষ এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে। (সূত্র: আল জাজিরা)

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) জরুরি কার্যক্রমের প্রধান মাইক রায়ান বলেছেন, ‘আমাদের বর্তমান অনুমান অনুযায়ী বিশ্বের ১০ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারে। যদিও এটাতে দেশ অনুযায়ী ভিন্নতা থাকতে পারে। শহর থেকে গ্রাম অনুযায়ী ভিন্নতা থাকতে পারে। বিভিন্ন গ্রুপ অনুযায়ী ভিন্ন হতে পারে। তবে যেটা সত্য সেটা হলো বিশ্বের অধিকাংশ মানুষই ঝুঁকিতে আছে।’

এনএফ৭১/জেএস/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top