ফের শুরু হল জনসন অ্যান্ড জনসন টিকার প্রয়োগ

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২১, ১৭:০৩

ফের শুরু হল জনসন অ্যান্ড জনসন টিকার প্রয়োগ

ইউরোপের দেশগুলোতে জনসন অ্যান্ড জনসনের টিকার প্রয়োগ ফের শুরু হতে যাচ্ছে। জনসন অ্যান্ড জনসনের করোনা টিকা থেকে রক্তজমাট বাঁধার ঝুঁকি খুবই কম বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা-ইএমএ মঙ্গলবার এ টিকার প্রয়োগের পরামর্শ দিয়ে সংস্থাটি জানায় যে, এতে রক্ত জমাট বাঁধার মত সমস্যা অত্যন্ত বিরল।

ইএমএ এর আগে জনসন অ্যান্ড জনসনের কোভিড-১৯ টিকার সঙ্গে রক্তজমাট বাঁধার উপসর্গের সম্ভাব্য যোগসূত্র খুঁজে পাওয়ার কথা জানিয়েছিল। তবে এবার তারা জোর দিয়েই বলছে, জনসনের টিকা নেয়ার ক্ষেত্রে ঝুঁকির চেয়ে উপকারই অনেক বেশি।

তারা আরও বলেছে, ‘রক্তে প্লাটিলেট কম থাকার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতার সঙ্গে রক্তজমাট বাঁধার সম্পর্ক এর একটি সম্ভাব্য ব্যাখ্যা হতে পারে। কিন্তু কোভিড-১৯ এ আক্রান্ত হলে মানুষের শরীরে রক্তজমাট বাঁধার ঝুঁকি যতটা বেশি, টিকা গ্রহণের কারণে সেটা হওয়ার ঝুঁকি তার চেয়ে অনেক কম।’

জনসনের এক ডোজের টিকা করোনার বিরুদ্ধে ৮৫ শতাংশ কার্যকর। বিশেষ করে করোনা আক্রান্ত গুরুতর রোগীদের ক্ষেত্রে। বাজারে আসার আগে ৪৩ হাজার মানুষের ওপর এই টিকার ক্লিনিক্যাল ট্রায়াল দেওয়া হয়।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top