ট্রাম্প গায়ের রং বিচার করেন: মিশেল ওবামা
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৭ অক্টোবর ২০২০, ১৪:১২

আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বর্ণবাদী বলে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। তিনি বলেন এমন একজন পুনরায় নির্বাচিত হলে দেশ টি ধ্বংস হয়ে যেতে পারে।
নির্বাচনের চার সপ্তাহ আগে ডেমোক্র্যাটিক মনোনীত প্রার্থী জো বাইডেনের যুক্তি উপস্থাপনের ২৪ মিনিটের একটি ভিডিওতে মিশেল বলেন, ট্রাম্প এবং তার রিপাবলিকান দল কৃষ্ণাঙ্গদের “ভয়ঙ্কর” বলে বর্ণনা দেন যা অন্যায়।
মিশেল বলেন দেশে কোভিড-১৯ সঙ্কট ইচ্ছাকৃত অব্যবস্থাপনা। যা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। ট্রাম্প জয়ের জন্যই মিথ্যা, ভয় এবং বিভ্রান্তি ছড়াচ্ছেন।
বাইডেন খেটে খাওয়া পরিবার গুলোকে সহায়তা এবং পরিবেশ রক্ষার লক্ষ্যে কাজ করবেন। আপনার মন এবং বিবেক দিয়ে বিচার করুন, তারপর যদি বাইডেন আপনাদের জন্য কাজের হয় তবেই তাকে ভোট দিন বলে ভিডিও বার্তায় বলেন।
এনএফ৭১/আরওয়াই/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।