শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

সুশান্ত মৃত্যু মামলায় অবশেষে রিয়ার জামিন

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৭ অক্টোবর ২০২০, ১৬:৫৮

নিজস্ব প্রতিবেদক:

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় মাদকযোগে গ্রেফতার হওয়া রিয়া চক্রবর্তীর জামিন মিলেছে। গ্রেফতারের ২৯ দিন পর আজ (৭ সেপ্টেম্বর) সকালে মুম্বাই হাইকোর্টে এক লক্ষ টাকা বন্ডের বিনিময়ে তার জামিন মঞ্জুর করা হয়।

তবে তার ভাই শৌভিকের জামিনের আবেদন খারিজ হয়েছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এক লাখ রুপি মুচলেকায় রিয়ার  জামিন মিললেও তার পোসপোর্ট জমা রাখতে হবে। আদালতের অনুমতি ছাড়া তিনি দেশের বাইরে যেতে পারবেন না তিনি। পাশাপাশি মুম্বাইয়ের বাইরে যেতে হলেও তাকে তদন্ত কর্মকর্তাকে অবহিত করতে হবে। আগামী ১০ দিন নিকটবর্তী থানায় হাজিরা দিতে হবে তাকে।

এদিকে, সুশান্তের রাঁধুনি দীপেশ সাওয়ান্ত এবং পরিচারক তথা সহায়ক স্যামুয়েল মিরান্ডারকে ৫০ হাজার টাকা মুচলেকায় জামিন দেয়া হয়েছে।  সুশান্তের জন্য গাঁজা সরবরাহের অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধেও। তবে খারিজ  হয়ে গেছে বাসিত পরিহারের জামিন আবেদন।

গত ৯ সেপ্টেম্বর সুশান্তের গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তীকে গ্রেফতারের পর ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত।

এনএফ৭১/এমকে/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top