ট্রাম্পের করোনা লক্ষণ নেই: চিকিৎসক

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৮ অক্টোবর ২০২০, ১১:১৩

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নেই এবং তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার হোয়াইট হাউসের চিকিৎসক শান কিনলি।

বুধবার(৭ অক্টোবর) ডা.কিনলি এক বিবৃতিতে বলেন, গত চার দিনেরও বেশি সময় ধরে প্রেসিডেন্টর জ্বর নেই এবং অক্সিজেনের প্রয়োজন পড়েনি। তবে ট্রাম্প হোয়াইট হাউসে কোয়ারেন্টাইনে আছেন। সেখানে যাতায়াত নিষিদ্ধ।

এদিকে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে পরাজিত করতে তিনি কীভাবে তার নির্বাচনী প্রচারণা চালাবেন সে বিষয়ে বিকল্প পথ খুঁজছেন।

প্রসঙ্গত, করোনা আক্রান্ত হয়ে গত শুক্রবার(২ অক্টোবর) ট্রাম্পকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার(৫ অক্টোবর) তিনি হোয়াইট হাউসে ফিরে আসেন।

এনএফ৭১/আরওয়াই/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top