শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

১৩ ঘণ্টা পর দ.কোরিয়ায় ৩৩ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৯ অক্টোবর ২০২০, ১৫:৩৭

আন্তর্জাতিক ডেস্ক:

দক্ষিণ কোরিয়ায় দক্ষিণাঞ্চলীয় শহর উলসানে সামহোয়ান আর্ট ন্যুভউ নামের একটি ৩৩ তলাবিশিষ্ট টাওয়ারে আগুন লাগার ১৩ ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

বৃহস্পতিবার( ৮ অক্টোবর) স্থানীয় সময় রাত ১১টার দিকে আগুনের সূত্রপাত হয় (সূত্র: বিবিসি)।

এ ভবনটিতে ১২০টি বাসা এবং অনেকগুলো শপিং ইউনিট আছে। আগুন লাগার পরপরই ভবনটি থেকে কয়েকশ মানুষকে সরিয়ে নেওয়া হয়। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৮০ জনকে হাসপাতালেও ভর্তি করা হয়েছে।

১৩ ঘণ্টারও বেশি সময় প্রাণপণ চেষ্টার পর শুক্রবার সকালে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন বলে বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কিছু জানায়নি।

এনএফ৭১/জেএস/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top