মস্কোর মধ্যস্থতায় অবশেষে আলোচনায় বসতে রাজি আরমেনিয়া-আজারবাইজান
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৯ অক্টোবর ২০২০, ১৯:৩৩

ইন্টারন্যাশনাল ডেস্ক:
বিরোধপূর্ণ অঞ্চল নাগর্ণো-কারাবাখ নিয়ে আলোচনার টেবিলে বসতে রাজি হয়েছে আরমেনিয়া ও আজারবাইজান। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় মুখপাত্র মারিয়া জাখারোভা জানান, মস্কোতে আলোচনায় বসার কথা নিশ্চিত করেছে বাকু ও ইয়েরেভান। তিনি বলেন, মস্কোতে দু’দেশের আলোচনায় বসার ইচ্ছা, চলমান সংঘাত অবসানে বড় ধরণের পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বায়রামভ মস্কোর আলোচনায় অংশ নেয়ার কথা নিশ্চিত করেছেন। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নাগর্ণো-কারাবাখে সামরিক অভিযান বন্ধে আর্মেনিয়ার মত আজারবাইজান পররাষ্ট্রমন্ত্রী জোহরাব এমনাত সাকানিয়ানকেও আলোচনায় বসার আমন্ত্রণ জানান।
এদিকে, নাগর্ণো-কারাবাখ প্রতিরক্ষা মন্ত্রণাল জানিয়েছে, তাদের আরও ২৬ জন নিহত হয়েছে। এ নিয়ে নাগর্ণো-কারবাখের মৃত সৈন্য সংখ্যা দাড়ালো ৩৭৬ জন। বিরোধপূর্ণ এ অঞ্চল নিয়ে সামাজিক মাধ্যমেও যুদ্ধ ছড়িয়েছে আর্মেনিয়া-আজারবাইজান। একে অপরকে দায়ি করে টুইটারসহ বিভিন্ন মাধ্যমে যুদ্ধের তথ্য দিয়েছে আর্মেনিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং আজারবাইজান পররাষ্ট্রমন্ত্রণালয়।
এনএফ৭১/জুআসা/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।