ট্রাম্প–বাইডেনের দ্বিতীয় বিতর্ক বাতিল
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১০ অক্টোবর ২০২০, ১৫:০৫

ইন্টারন্যাশনাল ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রপতি বিতর্ক বাতিল করা হয়েছে, রাষ্ট্রপতি বিতর্ক কমিশন (সিপিডি) শুক্রবার(৯ অক্টোবর ) রাতে এ বিষয় টি নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে সিপিডি জানিয়েছে, মিয়ামিতে ১৫ ই অক্টোবর(বৃহস্পতিবার ) আয়োজিত বিতর্কটি অনুষ্ঠিত হবে না। সিপিডি ২২ অক্টোবরে রাষ্ট্রপতি বিতর্ক টি হতে পারে বলে আশা করেছেন ।
সিডিপি জানিয়েছে, দু’জন প্রার্থী টেনেসির ন্যাশভিলের বেলমন্ট বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ২২অক্টোবরের বিতর্কে অংশ নিতে সম্মত হয়েছেন।
কমিশন বলেছে যে এই বিতর্ক টি তে স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজনীয়। মুখোশ, সামাজিক দূরত্ব এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা থাকবে।
এর আগে ২৯ শে সেপ্টেম্বর ট্রাম্প এবং বাইডেনের মধ্যে প্রথম বিতর্ক টি অনুষ্ঠিত হয়। ট্রাম্প বাইডেনকে বামপন্থী এবং সমাজতন্ত্রের প্রচারের জন্য অভিযুক্ত করেছিলেন, অন্যদিকে বাইডেন ট্রাম্পকে বর্ণবাদী বলে অভিহিত করেছিলেন।
এনএফ৭১/আর ওয়াই/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।